তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিশ্ব নবী দিবস উপলক্ষ্যে রবিবার কাঁকসার দান বাবা মাজার থেকে একটি শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রায় ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ছাড়াও সকল ধর্মের মানুষেরাও যোগদান করেছিলেন।।শোভাযাত্রা দান বাবা মাজার থেকে শুরু করে পানাগড় বাজার দার্জিলিং মোর ঘুরে শোভাযাত্রা শেষ হবে দানবাবা মাজার প্রাঙ্গনে।
শোভাযাত্রা থেকে উদ্যোক্তারা জানিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার। তাই দুর্গাপুজো যেমন মহা ধুমধামে পালিত হয়েছে তেমন নবী দিবসকে সামনে রেখে তারাও মহা ধুমধামে এই দিবসটি পালন করছেন। বিশ্ব জুড়ে তাতে সকল মানুষ শান্তিতে বসবাস করে তাই শান্তির বার্তা নিয়ে তারা এই শোভা যাত্রার আয়োজন করেছেন।শোভাযাত্রাকে ঘিরে যাতে কোনো রকম ঘটনা না ঘটে, তার জন্য সকাল থেকে পানাগরের প্রতিটি মোড়ে মোতায়েন ছিল কাঁকসা থানার পুলিশ।
পাশাপাশি নবী দিবস উপলক্ষে কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে নবী দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করা সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পানাগড়ের দার্জিলিং মোড়ে শুভেচ্ছা জানালেন কাঁকসা থানার পুলিশ কর্মীরা।এদিন পানাগড় বাজারের দার্জিলিং মোড়ে নবী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন এলাকা থেকে আসা শোভাযাত্রা এসে পৌঁছায়।
সেখানে কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে নবী দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করা ইমাম ও সকল মানুষকে শুভেচ্ছা জানানো হয় কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ সহ পুলিশ আধিকারিকরা।
পাশাপাশি সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ছাড়াও যারা নবী দিবস উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তাদের বিশ্রামের ব্যবস্থার পাশাপাশি পানীয় জল চা, ও কফির ব্যবস্থা করা হয়েছিলো কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে।