তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ডাকাতির আগেই ডাকাতির ছক বানচাল করল কাঁকসা থানার পুলিশ।সোমবার রাত্রে কাঁকসার মুচিপাড়া সংলগ্ন এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচজন ডাকাত দলকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড কার্তুজ সহ ধারালো অস্ত্র উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ।।
ধৃতরা হলো সগর ভাঙার শাহনাওয়াজ খান, শেখ আজিম, শেখ রাহুল, শেখ মবিন এবং গোপালপুর এর বাসিন্দা সুকান্ত পাল।ধৃত পাঁচজনকে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা সকলেই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন একটি বন্ধ কারখানার সামনে। সুত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ হানা দিয়ে তাদের গ্রেফতার করে।