তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সোমবার দুপুর নাগাদ কাঁকসার সিং পাড়ায় একটি বিশাল দৈর্ঘ্যের বিষধর শাঁখামুটি সাপ উদ্ধার কে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে।স্থানীয়রা প্রথমে সাপটি কে দেখতে পেয়ে বনদপ্তরকে খবর দিলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাস্তার ধারে ওই জলাশয়ের ধারেই বসে খেলা করছিল এলাকার ছোট শিশুরা। স্থানীয়রা দেখতে পেয়ে শিশুদের ওই এলাকা থেকে দ্রুত অন্যত্র সরায়। অল্পের জন্য রক্ষা পায় এলাকার শিশুরা। এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের । বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে বিষধর ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১০ ফুট লম্বা।