তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় দু নম্বর জাতীয় সড়কের ওপর বুদবুদ বাইপাসে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধ কে বুদবুদের ভিড় সিং মোড়ের কাছে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়।
গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে গলসির পুরসা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তি বিরসিন গ্রামের বাসিন্দা।
পুলিশের অনুমান ওই বৃদ্ধ বুধবার সন্ধ্যায় বৃষ্টির সময় রাস্তা পারাপার করার সময় বর্ধমান গামী কোন গাড়ি ওই বৃদ্ধকে ধাক্কা মেরে চলে গেছে।