তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বুধবার দুপুরে কাঁকসার এল এন্ড টি মোড়ের কাছে জাতীয় সরকের কালভার্টের নিচ থেকে ১৯ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম ধীরাজ রায়। তার বাড়ি কোলকাতার টালিগঞ্জ এলাকায়।পরিবারের সদস্যরা জানিয়েছেন কোনো এক যোতিষী জানিয়েছিলো তার বড় সর দুর্ঘটনা ঘটতে পারে ৩ মাসের মধ্যে। সেই ফাঁড়া কাটানোর জন্য তাকে কোলকাতা থেকে পাঠানো হয় তার মামার বাড়িতে কাঁকসার খাট পুকুর এলাকায়। তান্ত্রিকের এমন বিধান শুনে কলকাতার টালিগঞ্জ থেকে ছেলেকে কাঁকসায় মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন তার মা বাবা।কিন্তু শেষ রক্ষা হয় নি তার।
ছেলের নিথর দেহ বুধবার তার মামার বাড়ির কাছেই ২নম্বর জাতীয় সড়কের বাঁশকোপা সংলগ্ন L &T মোড়ের কাছে একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার হয়।গত ৩দিন আগে ধীরাজ তার মামার বাড়ি থেকে সাইকেল নিয়ে ঘর থেকে বেরিয়েছিল। গত রবিবার থেকে নিখোঁজ ছিল ধীরাজ।
বুধবার প্রচন্ড দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঢাকনা খোলা ঐ কালভার্টের সামনে এসে দেখেন কালভার্টের নিচে জলে পড়ে রয়েছে এক যুবকের দেহ। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।
কালভার্ট এর নিচ থেকে যুবকের সাইকেল টিও উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত কালভার্টের ঢাকনা খোলা থাকায় ওই যুবক কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় অন্ধকারে পড়ে যাওয়ার ফলেই দুর্ঘটনা ঘটেছে।