তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রতি বছরের মত এবছরও কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে দুঃস্থ দের বস্ত্র বিতরণ করা হয় কাঁকসা থানা প্রাঙ্গনে।পাশাপাশি এদিন কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে ৩৫জন বৃদ্ধ বৃদ্ধা কে বাসে করে দুর্গাপুরের বেশ কয়েকটি বড় পুজো মণ্ডপের প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়।
এদিন প্রথমে কাঁকসা থানায় সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়, তার পর সকলের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার পর সকলকে নিয়ে বাসে করে দুর্গাপুরে প্রতিমা দর্শনের উদ্যেশ্যে রওনা দেন পুলিশ কর্মীরা।