সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- মঙ্গলবার গভীর রাতে বর্ধমান পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপ আচার্যের বাড়িতে দুস্কৃতি হামলার অভিযোগ উঠলো ।এমনকি অভিযোগ হামলার সময় তাকে প্রাণনাশের হুমকি ও শ্যামাপ্রসাদ ব্যানার্জীর বিরুদ্ধে কিছু করা যাবে না বলে শাসানো হয়।পাশাপাশি বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট।ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় জানালার কাঁচ।
অভিযোগের তীর বর্ধমান পৌরসভার ২১ নাম্বারের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জীর অনুগামীদের দিকে।তবে অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জী।
অনুপ আচার্যের অভিযোগ,গত কয়েকদিন আগে কয়েকজন মিলে সারা বাংলা শিক্ষা বন্ধুর ইউনিট খুলতে বিশ্ববিদ্যালে গেলে শ্যামাপ্রাসাদ ব্যানার্জীর নেতৃত্বে তাদের হেনস্থা ও মারধর করা হয়।
অভিযোগ,বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠন নিয়ে মতবিরোধের জেরেই পরিকল্পিত ভাবে ভয় দেখাতে এই আক্রমণ চালানো হয়েছে।যদিও অভিযোগ অস্বীকার করেন শ্যামাপ্রসাদ ব্যানার্জী।