নীলেশ দাস আসানসোল:- 'ডোন্ট টাচ মাই বডি , আই এম মেল' লেখা গেঞ্জি পরে কটাক্ষ করলেন যুব তৃণমূল কংগ্রেসে নেতা।শুক্রবার সকালে কুলটি ব্লকের নিয়ামতপুর বাজারে , যুব তৃণমূল কংগ্রেসে নেতা বিশ্বজিৎ চ্যাটার্জির নেতৃত্বে নিয়ামতপুর বাজারে 'ডোন্ট টাচ মাই বডি , আই এম মেল' লেখা গেঞ্জি পরে বাজার করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা ৷
রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য কে ঘিরে তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি ওই ক্যাপশন লেখা গেঞ্জি পরে বাজার করেন এবং তার পর তার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যে, 'প্রথমত করোনা সংক্রমণের রেশ এখনো শেষ হয়ে যায়নি ৷ পুজোর বাজার কেনা কাটার ভিড়ে মানুষকে সচেতন করা একটি উদ্দেশ্য ৷'