তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে আহত হল দুজন। ঘটনাটি ঘটেছে পানাগর বাইপাসে পাঠানপাড়া সংলগ্ন এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার ভোররাত্রে একটি লরি রান্নার তেলের প্যাকেট বোঝাই করে দু'নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা যাওয়ার পথে পাঠানপাড়া সংলগ্ন পানাগর বাই পাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায়।।
দুর্ঘটনায় আহত হয় লরির চালক ও খালাসি। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে। ঘটনার জেরে দু'নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা গ্রস্ত লরিটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।