সংবাদদাতা,দুর্গাপুর:- দুর্গাপুর ধোবিঘাট এলাকায় এক গৃহবধূ'কে খুনের অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিস মৃতার স্বামী ও শ্বশুর - শাশুড়ী'কে গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ধৃতদের নাম, স্বামী বিশ্বজিৎ নায়ক, শ্বশুর দিলীপ নায়েক ও শ্বাশুড়ি সোমা নায়েক। আদালতের বিচারক অভিযুক্ত স্বামী ও শ্বশুর'কে দু'দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। সোমা নায়েক'কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন৷
প্রসঙ্গত, গৃহবধূ প্রথমা বিশ্বাসের প্রায় দেড় বছর আগে একটি কন্যা সন্তানের জন্ম হয়। অভিযোগ, কন্যা সন্তান হওয়া বৃহস্পতিবার তাঁকে খুন করার অভিযোগ ওঠে শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। গৃহবধূর বাপের বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা ওই দিন বিকেলে শ্বশুরবাড়ির লোকজনের ওপর চড়াও হয়। গৃহবধূ'র শ্বাশুড়ি সোমা নায়েক'কে গণধোলাই দেয়। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। পুলিস অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে।