Type Here to Get Search Results !

লরির ধাক্কায় গবাদী পশুর মৃত্যু ঘিরে রাস্তা অবরোধ, বাম্পারের দাবি স্থানীয়দের




সংবাদদাতা, লাউদোহা : গাড়ির ধাক্কায় ছাগলের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায় ।‌ ক্ষতিপূরণ ও বাম্পারের দাবিতে হয় পথ অবরোধ । পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ।







সোমবার দুপুরে ইছাপুর পঞ্চায়েতের বাইপাস রাস্তার বনশল আদিবাসী পাড়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি ছাগলের, জখম হয় অপর একটি ছাগল । এরপরই ক্ষতিপূরণের দাবিতে মৃত ছাগল রাস্তায় ফেলে রেখে অবরোধ শুরু করেন স্থানীয়রা । ফলে বাইপাস রাস্তা দিয়ে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল । 






খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ । অবরোধকারীদের অভিযোগ এই রাস্তা দিয়ে বিভিন্ন কলকারখানার ভারী যানবাহন যাতায়াত করে । দুর্ঘটনাও ঘটে প্রায়ই । রাস্তায় বাম্পার নেই । ফলে বেপরোয়া ভাবে যানবাহন চলাচল করে । মৃত ও আহত ছাগলের ক্ষতিপূরণ ও রাস্তায় বাম্পারের দাবিতে অবরোধ বলে বিক্ষোভকারীরা জানান । প্রায় চারটে নাগাদ পুলিশের মধ্যস্থতায় তাই অবরোধ ওঠে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad