সংবাদতা,দুর্গাপুর:- দুর্গাপুরে বাঁকুড়া মোড়ে আটা চাকির ব্যবসায় আড়ালে চলছে বেআইনি গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ। অভিযোগ বিভিন্ন গ্যাস কোম্পানির গ্যাস ভর্তি সিলিন্ডার ক্রয় করে তা থেকে বেআইনিভাবে ছোট ছোট সিলিন্ডারে গ্যাস ভর্তি করে রিফিলিং করা হতো।
অভিযোগ বড় সিলিন্ডার গুলি থেকে দু কেজি করে গ্যাস বার করে নেওয়া হত। এই ব্যবসা দীর্ঘদিন যাবৎ চালিয়ে আসছিলেন এক ব্যবসায়িক বলে অভিযোগ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ওই দোকানে অভিযান চালিয়ে তেরোটি বড় সিলিন্ডার বাজেয়াপ্ত করে পাশাপশি দুটি ওজন মেশিন, রিফিলিং করার যন্ত্রপাতি, ছোট সিলিন্ডার ওই দোকান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়।
এই প্রসঙ্গে দুর্গাপুরের 41 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সিপুল সাহা বলেন কেউ অবৈধ ব্যবসা করলে পুলিশ তাকে শাস্তি দেবে। আইন আইনের পথে চলবে।