Type Here to Get Search Results !

কারচুপির অভিযোগে রেশন দোকানে গ্রাহকদের বিক্ষোভ




সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :- ডিলারের বিরুদ্ধে কারচুপি ও দুর্নীতির অভিযোগে রেশন দোকানে বিক্ষোভ দেখালো গ্রাহকদের একাংশ । পাণ্ডবেশ্বর এর মহালের ঘটনা । বুধবার পাণ্ডবেশ্বরের মহাল গ্রামে একটি রেশন দোকানে ডিলারকে ঘিরে বিক্ষোভের ঘটনায় ছড়ালো উত্তেজনা । অভিযুক্ত রেশন ডিলারের নাম গোলাম মোস্তফা । 






গ্রাহকদের একাংশ এদিন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায়  ।‌ তাদের অভিযোগ রেশন কার্ড থাকা সত্ত্বেও বেশ কিছুদিন ধরে তারা প্রাপ্য রেশন পাচ্ছেন না । রেশন আসেনি বলে ডিলার তাদের হেনস্থা করছে । কবে রেশন পাওয়া যাবে, সেই বিষয়ে প্রশ্ন করাই ডিলার কোন সতুত্তর দিতে পারছে না বলেও অভিযোগ করেন গ্রাহক সরস্বতী বাগদী, আজাদ আলী-রা। 








এদিন সকালে রেশন দোকান খোলা মাত্র বেশ কিছু গ্রাহক হবে বিক্ষোভ দেখাতে শুরু করেন । উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ডিলার গোলাম মোস্তফা । তিনি জানান কেন্দ্র সরকারের এসপিএইচএইচ প্রকল্পে বেশ কিছুদিন ধরে বরাদ্দ চাল আসেনি । তাই ওই প্রকল্প যাদের কার্ড রয়েছে তারা রেশন পায়নি । 










পাশাপাশি তিনি জানান এখন গোটা রেশন প্রক্রিয়াটাই ডিজিটাল পদ্ধতিতে হয় । বায়োমেট্রিক এর মাধ্যমে । ফলে এখানে কারচুপির কোন সুযোগ নেই । হাইরানি করতেই গ্রাহকরা অযথা অভিযোগ করছে বলে তিনি দাবি করেন । তৃণমূলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় জানান প্রাপ্য রেশন গ্রাহকদের দিতে বাধ্য ডিলার । ঠিক কি ঘটেছে? খোঁজ নিয়ে দেখার আশ্বাস দেন কিরিটি বাবু ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad