সংবাদদাতা,দুর্গাপুর:- দুর্গাপুর শহরের বিনা পারমিটের অটো চলাচলের বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবহণ দফতর । আর তারই প্রতিবাদে শুক্রবার দুর্গাপুর এর সিটি সেন্টারে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভের শামিল অটো চালকরা । চালকদের দাবি সরকারের গতিধারা প্রকল্পে তাঁরা অটো কিনেছিলেন । দীর্ঘদিন ধরে মহকুমা মোটর ভেহিক্যালস তথা পরিবহন দপ্তরে রুটের বৈধ পারমিটের জন্য আবেদন জানিয়েছিলেন তাঁরা ।কিন্তু এখনও পর্যন্ত মেলেনি বৈধ পারমিট ।অথচ পুজোর মুখেই মোটর ভেহিক্যালস দফতরের এই অভিযানে সমস্যায় পড়েছেন তাঁরা ।
একদিকে বৈধ পারমিট না মেলায় যত্রতত্র যাতায়াতে যেমন অসুবিধায় পড়তে হয় অটোচালকদের তেমনই আকস্মিক এই অভিযানে মহা ফাঁপড়ে অটোচালকেরা বলে অভিযোগ । শুক্রবার দুর্গাপুরের মোটর ভেহিক্যালস দফতরের আধিকারিকেরা বিষয়টি নিয়ে অটোচালকদের সঙ্গে বৈঠকে বসেন ।দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চ্যাটার্জি বিষয়টি নিয়ে জানান তাঁর কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ জমা পড়েনি এ বিষয়ে।তিনি জানান অভিযোগ জমা পড়লে সেই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশাসনের তরফ থেকে বিনা পারমিটের রুটে অটো চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এ কথার সত্যতা স্বীকার করে নেন তিনি ।