সোমনাথ মুখার্জি,লাউদোহা :- বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রাজনৈতিক নেতারা নানান ভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছেন । ঠিক সেখানে মা দুর্গার আগমনে এক সম্প্রীতির নজির গড়ল পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের তিলাবনি গ্রামের মানুষরা। এই তিলাবনি গ্রাম মুসলিম অধ্যুষিত গ্রাম বলেই পরিচিত। এখানে বেশি সংখ্যক মানুষই মুসলিম সম্প্রদায়ের। এই গ্রামে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি রয়েছে বেশ কিছু হিন্দু পরিবারও । মুসলিম সম্প্রদায়ের এই গ্রামে পীর বাবার পুজোয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কেই একসাথে আনন্দ করতে দেখা যায় ।
কিন্তু এবারে দুর্গাপুজোয় সক্রিয়ভাবে গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকেরা অংশ নিয়ে দৃষ্টান্ত রাখলেন । একবারে মন্ডপ শয্যা থেকে শুরু করে পূজোর নানান অনুষ্ঠান নিয়ে ব্যস্ত মুসলিম ভাইরা । সকাল থেকেই দেখা গেল মন্ডপ সজ্জাতে হাত লাগিয়েছেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু যুবক। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে হিন্দু সম্প্রদায়ের ও বেশ কিছু লোক।
গ্রামের মুসলিম সম্প্রদায়ের এক যুবক শেখ সাদেক,শেখ আবুল কালাম, শেখ ইদ্রিস রা জানান, এই তিলাবনি গ্রামে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকের বাস। এই গ্রামে পীর বাবার পুজোয় হিন্দুরা তাদের সাথে সব রকম ভাবে সহযোগিতা করেন । আর সেই কারণেই বহুদিনের ইচ্ছে ছিল এই গ্রামেও দুর্গাপুজো হোক । গ্রামের হিন্দু ভাইদের সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন । আর তার বাস্তব রূপ, এবছর প্রথমবার দুর্গাপুজো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের গ্রাম দুর্গাপুর ফরিদপুর ব্লকের তিলাবনী গ্রামে।
অন্যদিকে পুজো কমিটির তথাগ্রামের হিন্দু সম্প্রদায়ের বরুন নায়ক জানান, এই দুর্গাপুজোয় বিশেষভাবে সহযোগিতা মুসলিম ভাইদের রয়েছে, আর তাদের জন্যই এবার প্রথম শুরু হয়েছে গ্রামের দুর্গাপুজো। এইজন্য তিনি গ্রামের মুসলিম ভাইদের ধন্যবাদ জানান এবং বলেন আগামী দিনে এই গ্রামে হিন্দু মুসলিম মিলে সমস্ত আনন্দ উৎসব ভাগ করে নেবে। লাউ দোহার তিলাবনি গ্রামের হিন্দু-মুসলিমের যৌথ উদ্যোগের দূর্গাপূজা দৃষ্টান্ত রাখল পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে।