নীলেশ দাস, আসানসোল :- রবিবার সন্ধ্যায় আসানসোলের বার্নপুরের প্রান্তিক ক্লাবে আসন্ন দুর্গাপুজো নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে হীরাপুর থানার পুলিশ এবং হীরাপুরের দুর্গাপুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।জানা গিয়েছে এদিনের বৈঠকের মাধ্যমে আসন্ন দুর্গাপুজো যেন শান্তিপূর্ণ ভাবে সেই নিয়ে আলোচনা করা হয়েছে।এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশ পুজোর সরকারি অনুদানের টাকা ৪০ শতাংশ পুজোর জন্য এবং ৬০ শতাংশ সামাজিক কাজের জন্য ব্যবহার করতে হবে সেই বিষয়ে পুজো কমিটির সদস্যদের অবগত করা হয়েছে।
এদিনের বৈঠকে হীরাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ রায় জানান, হাইকোর্টের নির্দেশ যেসকল পুজো কমিটি গুলো রয়েছে। জানানো হচ্ছে যে রাজ্য সরকারের যে অনুদান ৪০ শতাংশ পুজো কমিটি পুজো খাতে খরচ করতে হবে। আর ৬০ শতাংশ সামাজিক কাজে ব্যাবহার করতে হবে। যেমন মাস্ক ও স্যানিটাইজার বিভিন্ন সামাজিক কাজে ব্যাবহার করতে হবে।