তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগর এর রেল পাড়ে শ্মশান কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন সকালে মন্দিরে এসে তারা দেখেন মন্দিরের তালা ভাঙ্গা। মন্দির থেকে চুরি গেছে, লক্ষাধিক টাকার মূল্যের ঠাকুরের সমস্ত সোনা, রুপার গয়না সহ অন্যান্য সরঞ্জাম। চুরি গেছে মন্দিরের দুটি প্রণামী বাক্স।
স্থানীয়রা জানিয়েছেন মন্দিরটি কয়েক বছর হল নতুন করে নির্মাণ করা হয়েছে এর আগে পুরানো মন্দিরে একবার চুরির ঘটনা ঘটেছিল নতুন মন্দির তৈরি হওয়ার পর এই প্রথম চুরির ঘটনা ঘটেছে। মন্দিরে চুরির ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার সকালে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।