সংবাদাতা,পূর্ববর্ধমান:- বিশ্ববিদ্যালয়ের মেন গেটের তালা ভেঙে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আন্দোলন ভারতের ছাত্র ফেডারেশনের। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একাধিক দূর্নীতির অভিযোগে ডেপুটেশন দিতে যায় এস এফ আই। শহরের বাদামতলা এলাকা থেকে এদিন মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ে আসে সংগঠনের ছাত্রছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ে ঢুকতে এসে মেন গেট তালা বন্ধ দেখা যায়। আন্দোলনরত ছাত্রছাত্রীরা প্রথমে গেট টপকানোর চেষ্টা এবং পরে লাঠি ও পাথর দিয়ে গেটের তালা ভেঙে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে প্রবেশ করে। চলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর বিরুদ্ধে স্লোগান। এরপর উপাচার্যের ঘরে যেতে গেলে সেখানেও তালা দেওয়া হয়। এরপর উপাচার্যের অফিসে ঢোকার মুখে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা।