Type Here to Get Search Results !

কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতার প্রশ্নে বীরভূমের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল

 


শুভময় পাত্র, বীরভূম:- ১৫ ই আগস্ট সার্বিক মঙ্গল কামনায় মহাযজ্ঞ বাতিল হল অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে।পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আজ বীরভূমের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কর্মী সমর্থকদের দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামতে দেখা গেল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল কে গতকাল সি বিআই গ্রেপ্তার করার পর থেকেই তার চিরপরিচিত 'চরাম চরাম' ,'গুড় বাতাসা' ,'নকুলদানা' হাতছাড়া হয়েছে বিরোধীদের কাছে। আর সেই কারণেই বিভিন্ন জেলায় বিরোধীরা উৎসাহের সঙ্গে উল্লাসের সঙ্গে যখন ঢাক বাজিয়ে  নকুলদানা বিলি করছেন। আজ বীরভূম জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছিলেন কার্যত্য তাদের আবেদনে। আজও তারা তার পাশেই আছেন তা জানান দিতে।







রীতিমতো পোস্টার ব্যানার তৈরি করা হয়েছে ।  বীরভূম রয়েছে অনুব্রত সাথেই এমন বার্তাই দিলেন বিভিন্ন এলাকার কর্মী সমর্থক থেকে জেলার নেতারা । বোলপুরে চৌরাস্তায় দলীয় কর্মী সমর্থক ও কাউন্সিলরদের একসাথে নিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরি  বার্তা দিয়ে বলেছেন 'ছিঃ বিজেপি ছিঃ রাজনীতিতে না পেরে সিবি আই ইডি ?' নিন্দা প্রকাশ করেছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ থেকে শুরু করে নলহাটির রাজেন্দ্র প্রসাদ সিংহ, হাসানের অশোক চ্যাটার্জী সহ সব বিধায়ক।  



আউসগ্রাম মঙ্গলকোট কেতুগ্রাম একইভাবেই মানুষ পথে নেমেছে। কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আজ বোলপুরে পথসভা চলাকালীন ট্রেনে ছিলেন বড়য়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। পরে তিনিও উঠলেন মঞ্চে । জানিয়ে দিলেন বড়োয়ার মানুষও আছেন দাদার সাথে। গতকাল অনুব্রতকে গ্রেপ্তার করার বিষয়টা অতটা উপলব্ধ হয়নি বোলপুরে মানুষের। টিভির পর্দায় বারবার তাদের দু'দণ্ড প্রতাপ লৌহমানব অনুব্রত মণ্ডলের ভেঙেপড়া চেহারা দেখার পর কোথায় যেন আবেগ উস্কে উঠেছে।ব্যাবসায়ীরা বলছেন একপয়সা চাঁদা লাগতোনা । 




অন্যদিকে অনুব্রত মণ্ডলের বাড়ির চিত্রটা একেবারে বদলে গেছে । সেই ব্যস্ততা নেই । মেয়ে সুকন্যা একাই রয়েছেন । মা আগেই মারা গেছে । রাজনীতির পাশাপাশি পূজো-আরচা নিয়েই থাকেন তিনি।মাঝেমাঝেই হোম যোজ্ঞ করেন। ১৫ই আগস্ট আবার অনুব্রত মণ্ডল বেনারসের পণ্ডিতদের দিয়ে  সার্বিক মঙ্গলের জন্য মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার হতে হয়েছে। স্বাভাবিক ভাবেই শেষ মূহর্তে বাতিল করা হয়েছে যজ্ঞ । ছাদে যে প্যান্ডেল করা হয়েছিল তা আজ খুলে দেওয়া হয়। বীরভূমের  তৃণমূলের সুপ্রিম অনুব্রত মণ্ডলের সিবিআই এর হাতে গ্রেফতারের পর অনেকটাই মনোবল ভেঙে গিয়েছে দলীয় কর্মী সমর্থকদের এমনটাই মনে করছে বিরোধীরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad