তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিশ্ব আদিবাসী দিবস কে সামনে রেখে বুধবার কাঁকসার ঝিনুক গোড়ে আদিবাসী গ্রামের ফুটবল ময়দানে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে একদিবশীয় ফুটবল প্রতিযোগিতা ও আদিবাসী সম্প্রদায়ের জ্ঞানী ও গুণী জনদের সম্বর্ধনা অনুষ্ঠিত হলো।
এদিন কাঁকসার তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা,এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সহ সভাপতি সমরেশ ব্যানার্জি সহ অন্যান্যরা।
সমরেশ ব্যানার্জি জানিয়েছেন মঙ্গলবার নানান কারণে এই অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিলো। তাই বুধবার সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের যুবক দের নিয়ে।অনুষ্ঠানে এলাকার বহু আদিবাসী সম্প্রদায়ের যুবকেরা যোগ দেয়।