তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার রূপগঞ্জ গ্রামের চাষের মাঠে নেমে চাষীর সাথে লাঙ্গল ধরে চাষ করলেন নবনিযুক্ত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার।
পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার কাঁকসার মলানদিঘি ডাকবাংলোয় রক্তদান শিবিরের আয়োজন করে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এদিন বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূলের ব্লক দেবদাস বক্সী, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের আদিবাসী ছেলের জেলা সভাপতি মঙ্গল টুডু সহ বিশিষ্ট জনেরা।
এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে নানান সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন এই দিনটি স্মরণীয় করতে আদিবাসী সম্প্রদায়ের ৩৫জন যুবক স্বেচ্ছায় রক্তদান করে এই দিনটি স্মরণীয় করেন।অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।।