তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে লরিতে করে কয়লা পাচারের অভিযোগে দুই লরি চালককে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই লরি চালকের নাম ব্রিজেস কুমার ও দয়ানন্দ ঘোষ, ধৃত দুই লরি চালক ঝাড়খণ্ডের বাসিন্দা।
জানা গেছে বুধবার রাত্রে দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বেআইনি ভাবে দুটি লরি কাঁকসার বাঁশকপা এলাকায় টোল প্লাজা পার করার সময় ওই দুই লরি দুটিকে আটক করে পুলিশ বৈধ কাগজ দেখতে চাইলে। লরির দুই চালক বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ লরির ২ চালককে গ্রেপ্তার করে এবং কয়লা বোঝায় দুটি লরি আটক করে।ধৃত ২ লরি চালককে বৃহস্পতিবার মহকুমা আদালতে পেশ করা হয়।