তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মূল্যবৃদ্ধির প্রতিবাদে পানাগর বাজারে পথ সভা অনুষ্ঠিত হলো কংগ্রেসের।রবিবার কাঁকসা হাট তলায় 'মেহেনগাই পর চর্চা' কর্মসূচিকে সামনে রেখে কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এদিন পথসভায় যোগ দেন কাঁকসা ব্লকের কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, প্রবীণ কংগ্রেস নেতা ইন্দর কুমার মেহরা, কংগ্রেস নেতা মোজাম্মেল হক সহ অন্যান্যরা।
দেশজুড়ে যেভাবে দিনের পর দিন মৃত্যু প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি বেড়ে চলেছে তার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি তোলা হয় এদিন পথসভা থেকে।