সোমনাথ মুখার্জী,রানীগঞ্জ:-আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনকে কেন্দ্র করে আজ সকালে জে কে নগর মোড়ে বিজেপি এবং টিএমসি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল, কিছু বিজেপি সমর্থক জাতীয় সড়ক 2-এর জেকে নগর মোড়ের কাছে দুর্গাপুর দিক থেকে গাড়িতে করে আসছিল। TMC নেতা বিনোদ নোনিয়া এবং বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়োই এর সমর্থকরা প্রথমে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং তারপর হাতাহাতি শুরু হয়। যদিও এই প্রেক্ষাপটে তৃণমূল কর্মীরা বলছেন, বিজেপি বাইরে থেকে লোক এনে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।অশান্তির জন্য দুর্গাপুর থেকে বিজেপি সমর্থকরা গাড়িতে করে এখানে আসছিল বলে অভিযোগ করেন।