সংবাদাতা,দুর্গাপুর:- দুর্গাপুরের শিল্পনগরীর অন্যতম ব্যাস্ত রাস্তা লেনিন সরনীর বেহাল দশার প্রতিবাদে সোমবার বিজেপি নেতাকর্মী বিক্ষোভ দেখায়। বেহাল রাস্তার খানাখন্দে জমা জলে মাছের পোনা ছাড়েন। পাশাপাশি ধানবীচ রোপন করে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, পুরসভার ৩০ ও ২৩ নম্বর ওয়ার্ডের সংযোগ স্থলের লেনিন সরনীর বেহাল দশায় পরিনত হয়েছে। খানাখন্দে ভড়েছে। ফলে ব্যাততম ওই রাস্তায় যাতায়াত করা নিত্যযাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।