Type Here to Get Search Results !

রাষ্ট্রীয় ক্রীড়া দিবসে এলাকার তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের সম্মান জানালো বিজেপি



তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-  সোমবার সন্ধ্যায় বিখ্যাত খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ এর ধ্যান চাঁদের জন্ম দিবস পালন করা হলো পানাগর বাজারে।পানাগড় বাজারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান সদরের বিজেপির সহ-সভাপতি রমন শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা দু'নম্বর মন্ডলের বিজেপির সভাপতি ইন্দ্রজিৎ ঢালী সহ অন্যান্যরা।






প্রতি বছর ২৯শে আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে পালিত হয়। ভারতীয় কিংবদন্তীর স্মৃতিকে স্মরণ করার জন্য, ভারত সরকার ২০১২ সাল থেকে প্রতি বছর তার জন্মদিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। 







এই দিনটিতে ভারতের ক্রীড়া চ্যাম্পিয়নদের জন্য উৎসর্গ করা হয়, দেশের জন্য খ্যাতি আনতে তাদের অবদানকে সম্মান জানানো হয়। ‘হকি উইজার্ড’ এবং ‘দ্য ম্যাজিশিয়ান’ নামে ব্যাপকভাবে পরিচিত, মেজর ধ্যানচাঁদ ২৯শে আগস্ট, ১৯০৫ সালে জন্মগ্রহণ করেন এবং জাতীয় ক্রীড়া দিবস তার জন্মদিন উদযাপনের জন্য চিহ্নিত করা হয়। 







এদিন মেজর ধ্যান চাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আজ রাষ্ট্রীয় ক্রীড়া দিবস পালন করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিন কাঁকসা দু'নম্বর মন্ডলের পক্ষ থেকে রাষ্ট্রীয় ক্রীড়া দিবস কে সামনে রেখে এলাকার তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের সম্মান জানিয়ে তাদের উৎসাহিত করেন বিজেপি নেতৃত্ব।






বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা বলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হলে তাদের খেলার প্রতি উৎসাহ বাড়াতে হবে।তরুণ প্রজন্ম খেলবে তবেই দেশ এগোবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad