তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শনিবার রাত্রে কাঁকসার L& T মোড়ের কাছ থেকে গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা একটি গাড়ি আটক করলো কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে আটক হওয়া ওই গাড়িটি তে রানীগঞ্জের বাসিন্দা চালক সবুলাল বাউরি ও এক যাত্রী পুরুলিয়ার বাসিন্দা উৎপল চ্যাটার্জি নামের ব্যক্তি ছিলেন।
শনিবার রাত্রে L&T মোড়ের কাছে একটি হোটেলে খাবার খাওয়ার পর সেই হোটেলের কর্মীদের সিআইডি আধিকারিক পরিচয় দিয়ে টাকা চায় তারা বলে অভিযোগ।হোটেল কর্মীদের সন্দেহ হলে তারা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ওই দুই জনকে গ্রেফতার করে।আটক করা হয় ওই গাড়িটিকে।রবিবার ধৃত দুই জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হোটেল কর্মী সঞ্জয় দত্ত জানান গতকাল রাত্রে পুলিশ লেখা এবং গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা ইনোভা গাড়িতে করে এসে হোটেলে খাবার খাওয়ার পর তাদের কাছে টাকা চান অভিযুক্ত,তখন তাদের সন্দেহ হওয়ায় কাঁকসা থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত এবং গাড়ির চালক দু জন কেই গ্রেফতার করে নিয়ে যায় এবং গাড়িটি আটক করেছে পুলিশ।সঞ্জয় বাবু আরো জানান অভিযুক্ত গত এক বছর ধরে বেশ কয়েক বার তাদের কাছ থেকে এসে টাকা নিয়ে গেছেন বলে দাবি করেন।যদিও এবিষয়ে অভিযুক্ত কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।কতদিন ধরে অভিযুক্তরা এই কাজ করছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।