সংবাদাতা,পূর্ববর্ধমান:- মজুরী বৃদ্ধির দাবীতে শ্রমিক বিক্ষোভের জেরে জুটমিলের উৎপাদন বন্ধ হয়ে গেল পূর্ব বর্ধমানের বড়শুলে। গত ২২ জুন মজুরী বৃদ্ধি ও চার শ্রমিকের বিরুদ্ধে নোটিস জারির বিরুদ্ধে শ্রমিকরা বিক্ষোভ দেখায় বড়শুল জুটপার্কে। শ্রমিক বিক্ষোভের ফলে বিঘ্নিত হয় জুটমিলের একটি শিফটের কাজ। ওই দিন শক্তিগড়ের বড়শুলের পাটজাত দ্রব্য প্রস্তুতকারি সংস্থা শক্তিগড় জুটপার্কে শ্রমিক বিক্ষোভের জেরে বি শিফটের কাজ বেশ কিছুক্ষণ বন্ধ থাকলেও প্রশাসনে আশ্বাসে বিক্ষোভ তুলে নিয়ে ফের শ্রমিকরা কাজে যোগ দেয় শ্রমিকরা।
শক্তিগড় জুট পার্কে নিয়ম অনুযায়ী তিন বছর অন্তর শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা। শ্রমিকদের দাবি, তারা দৈনিক ২৮৮ টাকা মজুরিতে কাজ করেন। বর্তমান দ্রব্যমূল্যবৃদ্ধির সময়ে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। ১১জুলাই বি শিফটের কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা মজুরি বৃদ্ধির নোটিস দেখে অবাক হয়ে যান।তারা নোটিশে যে মজুরী বৃদ্ধি হয়েছে তা দেখে মেনে নিতে অস্বীকার করেন।
বি শিফটের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ফিরে যান।ফলে মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়।। শ্রমিক কাজী আসরাফুল হক, নমিতা সাউ রা দাবি করেন শ্রমিকদের অন্ধকারে রেখে সামান্য মজুরি বৃদ্ধি হয়েছে তা তারা মানতে রাজি নন। সরকারি রেট অনুযায়ী মজুরি হলে কাজে যোগ দেবেন বলে জানান তারা। যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে মিলের গেটে পুলিশ মোতায়ন করেছে শক্তিগড় থানা।