সংবাদাতা,পূর্ব বর্ধমান:- সরকারী সাহায্যের হিসেবের দাবীতে গ্রাম পঞ্চায়েতের সামনে ত্রিপল পেতে ধর্নায় বসলেন এলাকাবাসিন্দারা। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের পারাজ পঞ্চায়েত অফিস খোলার পরই পার্শ্ববর্তী খুরাজ, সিহিগ্রাম ও পারাজ গ্রামের পাঁচ ছ'শো মানুষজন পারাজ গ্রাম পঞ্চায়েতে অফিসে উপস্থিত হন।
তারপরই ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাথে সাথে প্লাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন তারা। এলাকার রাস্তা সারাই, জেনারেল রিলিফের গমের হিসাব, ও কোভিডের সময় সরকারি সাহায্য না দেওয়ার প্রতিবাদে তারা ধর্নায় বসেন বলে জানান আন্দোলনকারীরা।
লাগাতার বিক্ষোভ চালাতে গ্রামপঞ্চায়েত অফিসের সামনে একটি প্যাণ্ডেলও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। ঘটনাস্থলে যান গলসি ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায়। তিনি এলাকাবাসীদের সাথে কথা বলেন। এর পরই কিছুদিনের মধ্যেই দাবী পুরণের আশ্বাস দিলে ধর্না তুলে নেন আন্দোলনকারীরা।