Type Here to Get Search Results !

অন্ডালের মুকুন্দপুর গ্রামে খোলা মঞ্চের শিলান্যাস করলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়



সংবাদদাতা অন্ডাল:- বুধবার অন্ডালের মুকুন্দপুর গ্রামের শিব মন্দিরের সামনে তৈরি হবে একটি খোলা মঞ্চ । এই কাজটি হচ্ছে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে । এই কাজটির জন্য বরাদ্দ হয়েছে ২০,৬২,১৩৯ টাকা । 








এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল শিব মন্দির প্রাঙ্গণের সামনে তৈরি হোক একটি খোলা মঞ্চ যেখানে নানান ধার্মিক অনুষ্ঠান করতে সুবিধা হবে এলাকার বাসীর । এলাকাবাসীর চাহিদা মত মুকুন্দপুর গ্রামের শিব মন্দিরের সামনে একটি খোলা মঞ্চের শিলান্যাস করলেন আসানসোল দুর্গাপুর অথরিটি চেয়ারম্যান তথা রানিগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । 







এই দিনের এই অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর অথরিটিরচিফ  এক্সিকিউটিভ অফিসার রাহুল মজুমদার ও ছিলেন অন্ডাল এর ব্লগ সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস । স্থানীয় সূত্রে জানা যায় খুব শীঘ্রই খোলা মঞ্চ নির্মাণের কাজ শুরু হবে । খোলা মঞ্চ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হতেই খুশি এলাকাবাসী ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad