সংবাদাতা,পূর্ববর্ধমান:- পচে যাওয়া আলুর ক্ষতিপূরণ না দেওয়ায় রসুলপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চাষীদের। এলাকার একটি হিমঘরে আলু রেখেছিলেন চাষিরা। কর্তৃপক্ষের গাফিলতিতে প্রায় এক লক্ষ প্যাকেট আলু নষ্ট হয়ে গিয়েছে বলে চাষীদের দাবি।
হিমঘর মালিক প্রথমে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিনি প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ চাষীদের। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে ওই হিমঘর মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। হিমঘর মালিকের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। তারপরও তিনি ক্ষতিপূরণ দেননি বলে চাষীদের দাবি। তার ই প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন চাষীরা।