সংবাদাতা,পূর্ববর্ধমান:- আগামী ২২ তারিখ থেকে খরিপ চাষে জল দেবে ডিভিসি। এবারে জলাধারে জল কম থাকায় প্রথম দফায় পনের দিনের পরিবর্তে সাতদিন জল দেওয়া হবে বলে জানিয়েছেন বর্ধমান ডিভিশনের কমিশনার বিজয় ভারতী। বর্ধমানের কানাইনাটশালে খরিপ মরশুমে দুই বর্ধমান,বাঁকুড়া, হাওড়া,হুগলী এই পাঁচ জেলায় চাষে সেচের জলবন্টন নিয়ে ডিভিশনাল কমিশনারের পৌরহিত্যে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে তিনি জানান, দুটি পর্যায়ে এই জল দেওয়া হবে । এবারে বৃষ্টির ঘাটতি এবং জলাধারে সঞ্চিত জলের পরিমান কম থাকায় অন্যান্য বারের তুলনায় কম পরিমান জল দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে আগামী ২২ তারিখ থেকে সাতদিন মোট ৭০০০০ একর ফিট জল দেওয়া হবে। এতে এই পাঁচ জেলার ৮,২০০০০ একর জমি সেচের আওতায় আসবে। এরপর ফের বৈঠক করে জল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সেচ দপ্তরের আধিকারিক এবং জাতীয় কল মিশনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।