তনুশ্রী চৌধুরী,কাঁকসা: - বুধবার পানাগড় বাজারের রনডিহা মোড় সংলগ্ন এলাকায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ১২০ তম জন্মদিবস পালন করলেন বিজেপির কর্মী সমর্থকরা।এদিন পানাগড় বাজারের রণডিহা মোড় সংলগ্ন এলাকায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান বিজেপি কর্মী সমর্থকরা। কাঁকসার ২নম্বর মন্ডলের বিজেপির কর্মী সমর্থকরা ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা জানিয়েছেন পশ্চিম বঙ্গের সৃষ্টিকর্তা তথা স্বাধীন ভারতের প্রথম শহীদ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন।যার কারণে ভারতের মানুষ স্বাধীন ভারতের মাটি পেয়েছেন তার জন্মদিন উপলক্ষ্যে তাকে শ্রদ্ধা জানিয়েছেন দলের কর্মীরা।
আরো পড়ুন:- লোহার যন্ত্রাংশ চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো চোর
পাশাপাশি আজ তারা জন্মদিন উপলক্ষ্যে এলাকার মানুষের মধ্যে মিষ্টি ও শরবত ভিতরন করেন।তিনি বলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আজ পশ্চিমবঙ্গ হতো না পুরোটাই বাংলাদের হয়ে থাকতো।