সংবাদাতা, পূর্ববর্ধমান:- শুক্রবার পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু'পক্ষে মধ্যে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ । শুক্রবার খাস জমির দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয় পূর্ব বর্ধমানের ভাতার থানার মোহনপুর গ্রাম। ঘটনায় গুরুতর জখম হয় ৮ জন।
তাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই গ্রামে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় পুলিশ ৭জনকে গ্রেফতার করে।শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়।