তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে কয়লা পাচারের সময় গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসার শিবপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। ধৃত দুজনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত দুই জনের নাম শেখ আমানুর ও শেখ ছট্টু।
পুলিশ সূত্রে জানা গেছে রবিবার ভোর রাত্রে দুটি মোটরসাইকেলে করে বস্তায় করে বেআইনিভাবে কয়লা নিয়ে ওই দুই ব্যক্তি শিবপুর থেকে বীরভূমের ইলামবাজারের দিকে যাচ্ছিল। কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ সূত্র মারফত খবর পেয়ে ওই দুই ব্যক্তি কে গ্রেফতার করে।
আটক করা হয় মোটরসাইকেল দুটি এবং প্রায় তিনশো কুড়ি কেজি কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃত দুই জনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।