তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক জনের।রবিবার বিকালে পানাগড় বাজারের গুরুদুয়ারা সংলগ্ন এলাকায় পুরাতন জাতীয় সড়কের উপর একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উলটে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয় টোটো চালক শুশান্ত সূত্রধর ও টোটো তে থাকা দুই মহিলা যাত্রী।
স্থানীয়রা উদ্ধার করে তিন জনকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দুই মহিলা যাত্রীর প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত টোটো চালকের অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে। মহকুমা হাসপাতালে তার সন্ধ্যা নাগাদ মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন একটি টোটো দুজন যাত্রী নিয়ে রণডিহা মোড় থেকে পানাগড় বাজারের দিকে যাচ্ছিল। আচমকা গুরুদুয়ার সংলগ্ন এলাকায় টোটোর সামনে একটি পথ কুকুর চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে টোটো টি আচমকা ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় টোটো টি। দুর্ঘটনায় দুই মহিলা যাত্রীসহ গুরুতর আহত হয় টোটোর চালক।
টোটো থেকে দুই যাত্রী রাস্তার উপর ছিটকে পড়লেও টোটো চালক সুশান্ত সূত্রধর টোটোর তলায় চাপা পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে টোটো চালক কে ও দুই মহিলা যাত্রী কে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে টোটো চালকের অবস্থার অবনতি হলে টোটো চালক কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় কাঁকসা থানার পুলিশ।
পাশাপাশি আহত দুই মহিলা টোটো যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পৌঁছে দেন কাঁকসা থানার পুলিশ কর্মীরা।