সংবাদদাতা, অন্ডাল:- সোমবার রাতে কালকা মেলে এক তরুনীর শ্লীলতাহানি করার অভিযোগে উঠল এক এসএসবি জওয়ানের বিরুদ্ধে। রাতে হাওড়া স্টেশন থেকে কালকা মেলে চড়েছিলেন তরুনী। গন্তব্য ছিল দুর্গাপুর। তরুনীর অভিযোগ ট্রেনের মধ্যে এক এসএসবি জওয়ান মত্ত অবস্থায় খালি গায়ে শুধু মাত্র অন্ডারওয়ার পরে ঘুরছিলেন। ট্রেন দুর্গাপুর স্টেশনে ঢোকার একটু আগে তরুনী দরজার সামনে এসে দাঁড়ান। অভিযোগ সেই সময় ওই জওয়ান তরুনীকে জড়িয়ে ধরে তাঁর শ্লীলতাহানি করে। প্রতিবাদ করলে তরুনীকে মারধর করে জওয়ান বলে অভিযোগ ।
আরপিএফ জওয়ানরা এসে তরুনীকে উদ্ধার করেন। আটক করা হয় ওই জওয়ানকে। তাকে অন্ডাল জিআরপির হাতে তুলে দেওয়া হয়। রাতেই তরুনী অন্ডালে স্টেশনে গিয়ে ওই জওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। মঙ্গলবার ধৃত জওয়ানকে আসানসোল আদালতে পেশ করা হয়। জিআরপি সূত্রে জানা যায় ওই এসএসবি জাওয়ানের নাম ধীরেন্দ্র কুমার মিশ্রা ৬৩ নম্বর ব্যাটালিয়নের কর্মরত বাড়ি নবা নগর, থানা গজরা গঞ্জ ,জেলা ভোজপুর বিহার ।