সংবাদাতা, পূর্ব বর্ধমান:- হাওড়া বর্ধমান কর্ড শাখার পাল্লা রোড স্টেশন অবরোধ করলো এলাকার বাসিন্দারা।প্রসঙ্গত, কয়েক দিন ধরেই পাল্লারোড স্টেশনে রেলের জায়গার উপর থাকা বেশ কয়েকটি দোকান ভেঙে দেয় রেল প্রশাসন।
মঙ্গলবার আরো একটি দোকান ভাঙা হয়। স্থানীয়দের দাবি মঙ্গলবার যে দোকানটি ভাঙ্গা হয়েছে সেটি রেলের জায়গায় নয় তাদের নিজস্ব জায়গার উপর তৈরি। এরই প্রতিবাদে তারা বুধবার বর্ধমান থেকে হাওড়া গামী ট্রেন অবরোধ করে ।
বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর রেল পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা । পাশাপাশি আরও একটি রাস্তার দাবি নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তীর-ধনুক নিয়ে রেল অবরোধে সামিল হয়।