তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার ভোররাত্রে কাঁকসার গোপালপুর শ্মশান এলাকায় ধৃত ব্যক্তি এলাকায় অপরাধমূলক কাজকর্ম করার জন্য ঘোরাফেরা করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ধৃতের নাম পিন্টু বালা। ধৃতের বাড়ি কাঁকসার গোপাল পুর উত্তর পাড়া এলাকায়।ধৃতকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে মহকুমা আদালতে পাঠায় পুলিশ।