তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় গোপালপুর এলাকার ২৩ নম্বর সংসদে নিকাশি নালার নির্মানের সূচনা করা হলো।
মঙ্গলবার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় নিকাশি নালার নির্মাণ কাজের সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রমেন্দ্রনাথ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ও এলাকার বিশিষ্টজনেরা।
কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রমেন্দ্রনাথ মন্ডল জানিয়েছেন বর্ষা দোড়গোড়ায় এসে গেছে। প্রতিবছর বর্ষার সময় নিকাশি নালার জল রাস্তার ওপরে জমে যেত ফলে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে।
এলাকার মানুষের একটা দাবি ছিল তাদের এলাকায় দ্রুত নিকাশি নালার নির্মাণ করার জন্য। এলাকাবাসীর আবেদন মেনে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় দ্রুত নিকাশি নালার নির্মাণের কাজ আজ থেকেই শুরু করা হয়েছে। যার আনুমানিক খরচ পড়বে প্রায় ৫ লক্ষ টাকা। পুরো খরচ বহন করছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত।