সংবাদাতা,পূর্ব বর্ধমান:- সকেটবোমা ফেটে এক গ্রামবাসীর জখম হওয়ার ঘটনার জেরে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের উক্তা গ্রামে যায় সিআইডি বোম্বস্কোয়াড।তল্লাশি চালিয়ে মাঠ থেকে উদ্ধার হল আরও পাঁচটি সকেটবোমা।পরে সেগুলি নিস্ক্রিয় করা হয়।
বৃহস্পতিবার দুর্গাপুর থেকে সিআইডি বোম্ব স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলের কাছে তল্লাশি চালায়।
প্রসঙ্গত,বুধবার বিকেলে উক্তা গ্রামের বাসিন্দা রঞ্জন মেটে(৫২) চাষের কাজ গিয়েছিলেন তখনই পড়ে থাকা সকেটবোমা ফেটে গুরুতর জখম হন তিনি। তার ডানহাত উড়ে যায়।
এদিন বোম্বস্কোয়াড এসে ঘটনাস্থলের কাছে তল্লাশি চালায়। উদ্ধার হয় পাঁচটি তাজা সকেটবোমা। বোমাগুলি কোথা থেকে এল তা তদন্ত করে দেখছে পুলিশ।এই ঘটনায় নির্দিষ্ট মামলা দায়ের করেছে বলে জানা গিয়েছে।