সংবাদাতা, পূর্ব বর্ধমান:- মাঠে চাষের কাজ করতে গিয়ে বোমা ফেটে উড়ে গেল একটি হাত। পূর্ব বর্ধমানের আউসগ্রাম ১ ব্লকের উক্তা গ্রামের ঘটনা। জখম ব্যক্তির নাম রঞ্জন মেটে(৫৫)। গুরুতর জখম অবস্থায় তাকে বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
বুধবার বিকালে জমিতে চাষের কাজ করতে যান রঞ্জনবাবু। জমিতে মাটির নীচে রাখা ছিল একটি বোমা। তিনি মাটি কাটার সময় বোমার মধ্যে কোদালের কোপ পরে। সাথে সাথেই ফেটে যায় বোমাটি। বোমার আঘাতে কবজি সহ ডান হাতের বেশ কিছুটা অংশ উড়ে যায় তার।
মাঠেই লুটিয়ে পরে রঞ্জনবাবু। তার চিৎকার ও বোমার আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে যান। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশে।কিভাবে চাষের জমিতে বোমা এল তার তদন্ত শুরু করেছে আউসগ্রাম থানার পুলিশ।