সংবাদাতা,পূর্ববর্ধমান:- মুখ্যমন্ত্রীর সভায় গিয়ে নিখোঁজ হলেন এক তৃণমূল কর্মী। সোমবার বর্ধমান শহরের গোদার হেলথ সিটি মাঠে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা ছিল। সেই সভায় কৃষকদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। তাদের মধ্যে একজন মেমারীর দেহুড়া গ্রামের রবীন্দ্রনাথ সাঁই (৭২)। গতকাল সকাল এগারটা নাগাদ দেহুড়া গ্রাম থেকে অন্যন্য তৃণমূল কর্মীদের সাথে একসঙ্গেই বাসে চড়ে সভাস্থলের উদ্দেশ্যে রওনাদেন রবীন্দ্রনাথ বাবু।
বর্ধমানের বাবুরবাগে সকলে বাস থেকে নেমে হেঁটে সভাস্থলের দিকে যান। তখনই দলছুট হয়ে যান রবীন্দ্রনাথ বাবু। সভামঞ্চে পৌঁঁছে অন্যান্যরা তাকে দেখতে পায়নি। সভার শেষেও বাসে উঠে রবীন্দ্রনাথ বাবুকে দেখতে পায়নি এলাকার বাসিন্দারা । বেশ খানিকক্ষণ তার জন্য অপেক্ষা করে তাকে না পেয়ে গ্রামে ফিরে যান এলাকার লোকজন । গ্রামে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকেরা বর্ধমান ও মেমারীতে খোঁজ করেন রবীন্দ্রনাথ বাবুর।
বিষয়টি নিয়ে জানানো হয় মেমারীর বিধায়ককেও। শুরু হয় খোঁজ খবর নেওয়া। জানানো হয় বর্ধমান থানায়। রবীন্দ্রনাথ বাবু ভেটেনারী দপ্তরের একজন প্রাক্তন কর্মী। তৃণমূল কর্মী হিসাবেও যথেষ্ট নাম ডাক রয়েছে তার। তিনি নিখোঁজ হওয়ায় চিন্তিত এলাকার মানুষজন। রবীন্দ্রনাথ বাবুর কোন সন্তান নেই। বর্তমানে স্ত্রীকে নিয়ে দেহুড়া গ্রামে বসবাস করেন তিনি। তার ভাইপো সৌমিত্র সাঁই এবং গ্রামবাসীদের সাথে নিয়ে খোঁজ চালাচ্ছেন রবীন্দ্রনাথ বাবুর।