শুভময় পাত্র, বীরভূম:- জঙ্গলমহলে শান্তির পরিবেশ সৃষ্টিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ ও প্রণাম জানাতে বিশেষ উদ্যোগ নিল আদিবাসী সম্প্রদায়ের একাংশ। পূর্ব বর্ধমানের আউসগ্রাম এর বাসিন্দা রাধা মাধব মন্ডল জঙ্গলমহলের এই ধরনের গল্প নিয়ে লেখা ' ইস্কাবন ' সিনেমার প্রকাশ এই ধরনের কর্মসূচির মধ্যে আয়োজন করেছেন।
এদিন বীরভূমের বোলপুর শান্তিনিকেতন সুবর্ণরেখা মোড় থেকে জঙ্গলমহলের আদিবাসীরা গেলেন কলকাতায়। শান্তিনিকেতন থেকে কলকাতায় নন্দন চত্ত্বর ঘুরে আদিবাসীদের দল যাবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নবান্নে গিয়ে তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বলবেন আমাদের অশান্ত জঙ্গলমহলে শান্তি ফিরেছে, আপনার হাত ধরেই।
বিরোধীদের চক্রান্ত শেষ। আপনি আমাদেরই লোক। সেই অশান্ত জঙ্গলমহলে আলো ফেরানোর জন্য, আপনি আমাদের প্রণাম নিন। আর আমাদের সেই শান্তি ফেরার গল্পই বলা হয়েছে ইস্কাবন ছবিতে। এ সিনেমায় গাঁয়ের কথাকেই তুলে ধরা হয়েছে। এ সিনেমা আপনি আমাদের দেখার সুযোগ করে দিন, সমস্ত আদিবাসীদের।
এই অভিনব প্রচারের বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন ইস্কাবনের গল্পকার আউসগ্রামের রাধামাধব মন্ডল মহাশয় নিজেই।