Type Here to Get Search Results !

পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির



সংবাদদাতা,দুর্গাপুর:- গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে রাজ্যে তৈরি হয়েছে রক্তের সংকট । রক্তের এই সংকট নিরসনে এবার এগিয়ে এল রাজ্যের পুলিশ প্রশাসন । ইতিমধ্যেই  , পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  ' উৎসর্গ  ' প্রকল্পের অধীনে রক্তদান শিবিরের আয়োজন শুরু হয়েছে ।  রাজ্যের বিভিন্ন জায়গা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে   রক্তদান শিবিরের । ঠিক একই ভাবে , আজ রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায়  এবং ' উৎসর্গ ' প্রকল্পের অধীনে আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত   ফরিদপুর ইনভেস্টিগেশন সেন্টারের পরিচালনায় , দুর্গাপুরের গান্ধী মোড় এলাকার  ট্রাফিক অফিসের নিকটে একটি  রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । 




আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেটের  ডি.সি.পি. (পূর্ব ) অভিষেক গুপ্তা এই  রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন । এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.সি.পি.(দুর্গাপুর )  প্রবুদ্ধ ব্যানার্জি , ফরিদপুর আই.সি. মদন মোহন দত্ত সহ পুলিশ প্রশাসনের লোকেরা এবং বিভিন্ন জনেরা । রক্তদান শিবিরে মোট 25 জন পুলিসকর্মী রক্তদান করেন । দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার  শিবির থেকে রক্ত সংগ্রহ করে । রক্তদান শিবিরে উপস্থিত অতিথিরা ফরিদপুর আই.সি. মদন মোহন দত্তের নেতৃত্বে অনুষ্ঠিত এই মহতি রক্তদান শিবিরের ভূয়সী প্রশংসা করেন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad