তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রবিবার কাঁকসার রাজবাঁধ এবং কাঁকসার বিরুডিহায় দু নম্বর জাতীয় সড়কের ওপর দুটি পৃথক দুর্ঘটনা ঘটে। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি কন্টেনার দুর্গাপুর থেকে কোলকাতা যাওয়ার পথে কাঁকসার রাজবাঁধ চটি সংলগ্ন এলাকায় ডিভাইডারের ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায়।
রাস্তার ওপর কন্টেনার উল্টে যাওয়ার ফলে দু নম্বর জাতীয় সড়কের উপর কোলকাতাগামী রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। যদিও দুর্ঘটনায় কন্টেনারের চালক ও খালাসী অল্পবিস্তর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ক্রেনের সাহায্যে কন্টেনারটিকে অন্যত্র সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
অপরদিকে কোলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে দু নম্বর জাতীয় সড়কের ওপর কাঁকসার বিরুডিহায় টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উলটে যায় একটি ছোট লরি। দুর্ঘটনা যে রে দুই নম্বর জাতীয় সড়কের দিল্লিগামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। লরিতে থাকার চালক ও খালাসী অল্প বিস্তর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে ও দ্রুত ক্রেনের সাহায্যে লরি টিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।