প্রতিনিধি,দুর্গাপুর:- পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার সকালে পথ অবরোধে শামিল হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।রবিবার সকালে দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সগর ভাঙ্গা সংলগ্ন মাঝের মোড়ে মুচিপাড়া থেকে বাঁকুড়া যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন বিক্ষোবে সামিল হন 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চ্যাটার্জী। এদিন 15 মিনিট ধরে তৃণমূল কর্মীদের অবরোধের জেরে মুচিপাড়া থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এদিন রাস্তা অবরোধের পাশাপাশি রাস্তার উপরে উনুন জ্বালিয়ে লুচি তৈরি করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা।