সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বাবার বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল গৃহবধূ। মৃতার নাম সীমা দাস ( ২৪)। বাড়ি পূর্ববর্ধমানের ভাতারের বলগোনা গ্রামে। ঘটনাটি ঘটেছে ভাতারের ঢ়েরিয়া গ্রামের বাপের বাড়িতে।
ভাতারের ঢ়েরিয়া গ্রামের বাসিন্দা পল্টু দাসের বড় মেয়ে সীমা দাসের বছর সাতেক আগে বলগোনা গ্রামের বাসিন্দা বিজয় দাসের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয়। মৃতার বাবা পল্টু দাসের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী, শ্বশুর-শাশুড়ি তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।
ঘটনার দু'দিন আগে শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকে মারধর করে তাদের বাড়িতে রেখে চলে যায়। শনিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বামীর সঙ্গে তাদের মেয়ের ফোনে ঝগড়ার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সে। স্বামী, শ্বশুর-শাশুড়ির অত্যাচারের কারণে তাদের মেয়ে আত্মঘাতী হয়েছে বলে দাবি বাবা পল্টু দাসের। এ বিষয়ে তারা ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।