নীলেশ দাস, আসানসোল:- আসানসোল পুরনিগমের উদ্যোগে পালিত হল শত কন্ঠে রবীন্দ্রনাথ। সোমবার সকালে আসানসোল পুরনিগম ও আসানসোলের কয়েকটি সেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান।
আসানসোল পুরসভা ও আসানসোলের চিত্রা থেকে দুটি বর্ণাঢ্য প্রভাতফেরি এসে মিলিত হয় রবীন্দ্র ভবনের সামনে।সেখানে কবিগুরুর মূর্তি তে মাল্যদান করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায়,উপ মহানাগরিক অভিজিত ঘটক, ওয়াসিমুল হক, ও আসানসোল পুরনিগমের কাউনসিলাররা।এছাড়া আসানসোলের আপামোর রবীন্দ্র প্রেমী মানুষ।
এদিন এর পরে আসানসোল রবীন্দ্র ভবনে একশো জন শিল্পী মিলে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে।পাসাপাসি রবীন্দ্রনাথের চিত্র ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়।
পাশাপাশি এদিন সকালে আসানসোলের বার্নপুরে প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়। প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের শিক্ষা সেল তথা কাউন্সিলর অশোক রুদ্র।
পাশাপাশি বার্নপুরবাসি ও গুণীজন ব্যক্তিরা। প্রভাত ফেরির শুরু হয় বার্নপুর বাস স্ট্যান্ড থেকে। স্টেশন হয়ে আবার বার্নপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।