তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম রতন ঘোষ। কাঁকসার বাঁশকোপা থেকে গোপালপুর যাওয়ার রাস্তায় একটি বেসরকারি ইস্পাত কারখানার সামনে ঘটা সড়ক দুর্ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গেছে বছর ৪৮ এর রতন ঘোষ অন্যান্য দিনের মতোই কাঁকসার সারেঙ্গা এলাকা থেকে সাইকেলে করে গোপালপুর ও বাঁশকোপা এলাকায় বিভিন্ন দোকানে দুধ বিক্রি করতে আসেন।
গোপালপুর থেকে বাঁশকোপা যাওয়ার রাস্তায় সাইকেলে করে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি লরি তাকে ধাক্কা মেরে পায়ের উপর দিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।